রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১ মার্চ, ২০২৫ ১৪:৫১

আপডেট: ১ মার্চ, ২০২৫ ১৪:৫২

শেয়ার

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার
জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার। বাংলা এডিশন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।'
 
গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকার কারওয়ান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
আজ শনিবার (১ মার্চ), দুপুরে এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। মোবারক হোসেন। তিনি বলেন, আব্দুল্লাহ বিন আহমেদকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।  আদালতের মাধ্যমে তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।
 
গ্রেপ্তার আব্দুল্লাহ বিন আহমেদ সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনি এলাকার বাসিন্দা।
 
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), হুমায়ুন কবির বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ সিরাজগঞ্জ জেলা যুবদল নেতা রঞ্জু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
 
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরের এস এস রোডে যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জুকে হত্যা করা হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ১৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করে নিহতের স্ত্রী মৌসুমি খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলায় মামলা করেন। এ মামলায় আব্দুল্লাহ বিন আহমেদ এজাহারভুক্ত আসামি।'
 
banner close
banner close