
রাজশাহীতে আশ্চর্যজনকভাবে একদিনে ৮ জনের আত্মহত্যা চেষ্টার ঘটনায় ২ নারীর মৃত্যু হয়েছে। তারা প্রত্যেকেই বিষপান করেছিলেন বলে জানা যায়।
বিষপানে আত্মহত্যাকারী ঐ নারীদ্বয় হলেন রাজশাহী জেলার পাইকড়তলী গ্রামের জান্নাত এবং তেবিলা গ্রামের তহমিনা।
শনিবার রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ঘটে এই বিস্ময়কর মর্মান্তিক ঘটনাটি।
আত্মহত্যার চেষ্টা করা অন্যরা হলেন- পানানগর গ্রামের আব্দুস সাত্তার ও ময়না বিবি, বেড়া গ্রামের তানজিমুল, কানপাড়া গ্রামের বিথি, দেবীপুর গ্রামের মোহনা, সায়বাড় গ্রামের হাবিবা খাতুন এবং কাশেমপুর গ্রামের ইরিন খাতুন। এদের মধ্যে তানজিমুল শিশু বলে জানা গিয়েছে। তবে রহস্যজনক এই ঘটনার কারন সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গিয়েছে, গত চব্বিশ ঘন্টার ভেতরেই কাকতালীয়ভাবে ৮ জন বিষপানের রোগী ভর্তি হন। তাদের মধ্যে ৫ জনকে পরিস্থিতি অবনতি সাপেক্ষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে রামেকে চিকিৎসারতদের ভেতরে ২ জনের মৃত্যু হয়।
তবে স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসারত বাকি ৩ জনের অবস্থার উন্নতি হয়েছে বলে জানান দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার মেহেদী হাসান।
এ বিষয়ে দূর্গাপুর থানার উপ পরিদর্শক ইব্রাহিম আলী জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত দুটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন: