রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

চাল কম দেয়ার অপরাধে ডিলারকে জরিমানা

প্রতিনিধি, নীলফামারী

প্রকাশিত: ৪ মার্চ, ২০২৫ ১৯:৪৭

শেয়ার

চাল কম দেয়ার অপরাধে ডিলারকে জরিমানা
ছবি: সংগৃহীত

নীলফামারীর জলঢাকায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্প মূল্যে চাল বিতরণের সময় চাল কম দেয়ার অভিযোগে এক ডিলারকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার কৈমারী বাজারে ডিলার আতোয়ার হোসেনের গোডাউনে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী কার্ডধারী হতদরিদ্রদের ৩০ কেজি করে চাল ১৫ টাকা কেজি দরে দেয়ার কথা। কিন্তু ডিলার আতোয়ার হোসেন কার্ডপ্রতি এক কেজি চাল কম দিচ্ছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ ইমরুল মোজাক্কিন মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং খাদ্য নিরাপত্তা সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ডিলারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

এ প্রসঙ্গে ইউএনও জাহিদ ইমরুল মোজাক্কিন বলেন, এ ধরনের অনিয়ম মেনে নেয়া হবে না। যদি কোনো ডিলার পুনরায় এমন অনিয়মে জড়িত হন, তাহলে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

banner close
banner close