
পটুয়াখালীর গলাচিপা উপজেলার (সমন্বয়ক) ছাত্রপ্রতিনিধি আশিকুর রহমান সিয়ামের ইয়াবা ট্যাবলেট সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ইয়াবা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় গলাচিপা উপজেলা জুড়ে।
১৮ সেকেন্ডের ইয়াবা সেবনের ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যায়, ছাত্র প্রতিনিধি (সমন্বয়ক) আশিকুর রহমান সিয়াম এক জায়গায় বসে ইয়াবা সেবন করছেন চারপাশে অন্ধকার। পাশে বসে তাকে ইয়াবা সেবনে অন্য একজন সহযোগিতা করছেন। কিন্তু ওই ব্যক্তির চেহারা ভিডিওটিতে দেখা না যাওয়ায় তাকে শনাক্ত করা যায়নি।
ফেইবুকে ওই ভিডিওতে ফাহাদ বাদশা লিখেছেন‚‘টান বেশী কইরা, জ্ঞান বারবো..! কথা বেশী বলতে পারবি।’
স্বাধীন বাপ্পি লিখেছেন, ‘কঠুর আন্দোলন করতে অনেক শক্তি লাগে। শক্তির যোগান দিতে ইয়াবা সেবন করছে তারা।’
এবিষয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া সমন্বয়ক আহমেদ কাওসার ইবু বলেন, ‘ওই ভিডিও আমি দেখেছি। কেউ অপরাধ করলে তার দায়ভার আন্দোলনকারী সবার উপরে চাপানো ঠিকনা।’
এবিষয়ে জানতে চাইলে আশিকুর রহমান সিয়াম বলেন, ‘আপনার কাছে এই বিষয়ে কেনো উত্তর দিবো?.. বলে ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে বলেন ওই ভিডিও এডিট করা। এবিষয়ে থানায় অভিযোগ করেছি।’
নাম প্রকাশ না করার শর্তে গলাচিপার কয়েকজন পুলিশ জানান, ‘ওই ছেলের ভিডিও দেখেছি। আন্দোলনের সাথে যুক্ত ছিলো একরকম কিছু অল্প বয়সী শিক্ষার্থী এখন মাদকসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে। আমরা সতর্ক করলে বা ব্যবস্থা নিলে, তারা আমাদের বিপক্ষে অবস্থান নেয়।’
তারা আরও বলেন, ‘এসব শিক্ষার্থীর মা-বাবার উচিত সন্তানের প্রতি যত্ন নেওয়া। তাদের খাওয়া-দাওয়া, পড়াশোনার অনুকূল পরিবেশ, কিশে তাদের ভালো লাগা–মন্দ লাগা সব বিষয়ে খেয়াল রাখা অত্যন্ত জরুরি।’
এবিষয় গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুর রহমান বলেন, ভিডিও দেখেছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
আশিকুর রহমান সিয়াম গলাচিপা পৌর শহরের শের-ই-বাংলা সড়ক এলাকার শাহ আলম মিয়ার ছেলে। তিনি দাবি করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক। এর আগে তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলো।
আরও পড়ুন: