
নীলফামারীর বানিজ্যিক শহর সৈয়দপুরে অভিযানে ফুটপাথ দখলমুক্ত করা হয়েছে। বুধবার (৫ মার্চ) দিনব্যাপী এই কর্মসূচির নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী। তাঁকে সার্বিক সহযোগিতা করেন সেনাবাহিনী, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সুধীজন।
উত্তরের এই বাণিজ্যিক শহর সৈয়দপুরে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা করে আসছিলেন দোকানিরা। কেউ কেউ ভাড়া দিয়ে বাড়তি অর্থ আদায় করছিলেন। এর ফলে ফুটপাতকে দোকান এবং দোকান কে গুদাম বানিয়ে ব্যবসা করে আসছিলেন ব্যবসায়ীরা। ফলে পথচারীদের চলাচলে দুর্ভোগ ও যানজটে লোকজন নাকাল হতে হচ্ছিল। এর আগে তীব্র যানজটের কারণে কয়েকজনের প্রাণহানির ঘটনাও ঘটে। তীব্র যানজটের কারণে বিমানবন্দর পৌঁছানো ও দমকল বাহিনী এবং অ্যাম্বুলেন্স গাড়ি চরম ভোগান্তি পোহাতে হতো।
ইতিপূর্বে কয়েকদফা ফুটপাত দখলমুক্ত করা হলেও আবারও পূর্বের জায়গায় ফিরেন দোকানিরা। এবার পৌর পরিষদ নড়েচড়ে বসে। সেনাবাহিনী ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সহযোগিতায় ফুটপাত দখলমুক্ত করেন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী বলেন, ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ হোসেনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সকলের সার্বিক সহযোগিতায় শহরের ফুটপাত দখলমুক্ত করা সম্ভব হয়েছে। ফলে মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। তবে মনটিরিং করা হচ্ছে যাতে নতুন করে কেউ ফুটপাতে বসতে না পারেন।
আরও পড়ুন: