বৃহস্পতিবার

৬ মার্চ, ২০২৫
২২ ফাল্গুন, ১৪৩১
৭ রমজান, ১৪৪৬

মাদারীপুরে অবৈধ সিগারেট জব্দ, ২ ব্যবসায়ির জরিমানা

প্রতিনিধি, মাদারীপুর

প্রকাশিত: ৬ মার্চ, ২০২৫ ১৫:২৮

শেয়ার

মাদারীপুরে অবৈধ সিগারেট জব্দ, ২ ব্যবসায়ির জরিমানা
অবৈধ সিগারেট জব্দ। ছবি: বাংলা এডিশন

মাদারীপুরের কালকিনি উপজেলার কালিগঞ্জ বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দেওয়া অবৈধ কিংস সিগারেট জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ২ ব্যবসায়িকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে কালকিনি উপজেলার কালিগঞ্জ বাজারে ওই অভিযান পরিচালনা করেন মাদারীপুর জেলার ভোক্তা অধিকার কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম বাজারের বিভিন্ন দোকানে অভিযান ও তল্লাশি চালায়।

মাদারীপুর জেলার ভোক্তা অধিকার কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, অবৈধ সিগারেট বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কালকিনি উপজেলায় কালিগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকটি দোকান থেকে চল্লিশ হাজার (৪০,০০০) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ কিংস সিগারেট জব্দ করা হয়। অবৈধ সিগারেট বিক্রির অভিযোগে দুই ব্যবসায়িকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, রাজস্ব ফাঁকি দেয়া অবৈধ সিগারেট যাতে কেউ বিক্রি না করে সেজন্য বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশনা দেয়া হয়েছে।

banner close
banner close