রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

সরাইলে ঝোপঝাড়ে কাঁদছিল নবজাতক: উদ্ধার করলো পুলিশ 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ৭ মার্চ, ২০২৫ ১৬:১১

শেয়ার

সরাইলে ঝোপঝাড়ে কাঁদছিল নবজাতক: উদ্ধার করলো পুলিশ 
সরাইলে ঝোপঝাড়ে কাঁদছিল নবজাতক: উদ্ধার করলো পুলিশ ।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি ঝোপ থেকে জীবিত অবস্থায় এক নবজাতক শিশুকন্যাকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে উপজেলার  কুট্টাপাড়া খেলার মাঠের সামনের ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সরাইল থানা পুলিশ। 

জানা যায়, স্থানীয়রা শিশুর কান্না শুনে পুলিশকে খবর দিলে টহলরত পুলিশ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটির বয়স আনুমানিক ২৪ থেকে ৪৮ ঘণ্টা হবে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। এ ঘটনায় জেলা সমাজসেবা অফিসার ও প্রবেশন অফিসারকে কার্যকরী ব্যবস্থা নিতে অবহিত করা হয়েছে।

banner close
banner close