
দীর্ঘ ৯ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত মহানগর এক্সপ্রেস ট্রেনের বগিটি উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ৮টায় আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে এসে উদ্ধারকাজ শুরু করে।
উদ্ধারকাজের শুরুতে লাইনচ্যুত বগি থেকে ট্রেনের বাকি অংশ বিচ্ছিন্ন করে সরিয়ে নেয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার সাকির জাহান জানান, ‘ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেন গতকাল রাত ১১টা ৪০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। ট্রেনটি থামার আগমুহূর্তে মাঝামাঝি থাকা ‘ঝ’ বগিটি লাইন থেকে সরে যায়। এতে ট্রেনটি বেশ ঝাঁকুনি খায়। পরে বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘দুর্ঘটনাটি লুপ লাইনে ঘটায় রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়নি। আপলাইন ও ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। পরে ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধারের জন্য আখাউড়া লোকোসেডে জানানো হলে রিলিফ ট্রেন এসে রোববার সকাল ৮টায় উদ্ধারকাজ শুরু করে এবং ৯টায় ট্রেনের বাকি অংশ বিচ্ছিন্ন করে বিকল বগিটি সরিয়ে নেয়া হয়।’
আরও পড়ুন: