
বিএনপির তিন নেতা বহিষ্কার ।
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন বিএনপির নেতা রফিকুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম-সাধারণ সম্পাদককে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার রাতে জেলা বিএনপির বৈঠকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।
দর্শনা থানা বিএনপির সভাপতি মো. খাজা আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক আহম্মদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইউনিয়ন বিএনপির তিন নেতাকে স্থায়ী বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।
বহিষ্কৃত তিন নেতা হলেন, তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া, সাধারণ সম্পাদক মো. আবুল হাশেম টোটন ও যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক।
এ প্রসঙ্গে দর্শনা থানা বিএনপির সভাপতি মো. খাজা আবুল হাসনাত জানান, রফিকুল ইসলাম রফিক হত্যার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে ওই
তিনজনের বিরুদ্ধে। তারা দলের গঠনতন্ত্র ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে এবং দলের সুনাম ক্ষুণ্ন হয়েছে। এজন্য জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ দিয়েছেন দলে কোনো অনৈতিক কাজ বা চাঁদাবাজি সহ্য করা হবে না। দল রফিক হত্যার ন্যায়বিচার চায়। নিহত রফিকের পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে দল থেকে।
উল্লেখ্য, টিসিবি ও ভিজিএফের চালের কার্ড বিতরণকে কেন্দ্র করে রফিকুল ইসলামের সঙ্গে ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া ও সাধারণ সম্পাদক আবুল হাশেম টোটনের বিরোধ হয়৷
গত শনিবার সকালে বিরোধ মীমাংসার কথা বলে রফিককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রফিকের স্ত্রী নাহিদা খাতুন মুক্তি ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনকে আসামি করে দর্শনা থানায় মামলা করেছেন। এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন: