রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

দেশব্যাপী খুন ধর্ষণের প্রতিবাদ ও জন নিরাপত্তা নিশ্চিতে শরীয়তপুরে বিক্ষোভ ও মানববন্ধন 

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৫ ১৪:৩৮

শেয়ার

দেশব্যাপী খুন ধর্ষণের প্রতিবাদ ও জন নিরাপত্তা নিশ্চিতে শরীয়তপুরে বিক্ষোভ ও মানববন্ধন 
সারাদেশে নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, খুন, ধর্ষণের প্রতিবাদে ও জন নিরাপত্তা নিশ্চিতে শরীয়তপুরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (১০ মার্চ) সকালে শরীয়তপুর সরকারি কলেজ প্রাঙ্গণে আলাদা আলাদা ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন প্লাকার্ড হাতে এতে অংশ নেয় সাধারণ শিক্ষার্থী, অভিভাবক ও শিশুরা। 
 
এসময় ছাত্রনেতারা বলেন, বাংলাদেশে ধর্ষকদের সুষ্ঠু  বিচার হয় না বলেই দিন দিন ধর্ষণের পরিমাণ বেড়ে গিয়েছে। শুধু নারীদের পোশাকের কারণে নয়, হিজাব পড়ুয়া নারী এবং শিশুরা ধর্ষণ থেকে বাদ পড়ছে না। এতে দিন দিন এদেশের নারীরা বাহিরে বের হতে ভয় পাচ্ছেন। তাছাড়া ধর্ষকদের বিচার অতি দ্রুত হয়না বলেই ধর্ষণের পরিমাণ বেড়েছে। অতি দ্রুত ধর্ষকদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হলে ধর্ষণ নির্মূল করা সম্ভব বলে মনে করছেন তারা।
banner close
banner close