বুধবার

৩০ এপ্রিল, ২০২৫
১৬ বৈশাখ, ১৪৩২
,

ভোলায় ভূমিদস্যুদের বিরুদ্ধে কৃষক কিষাণীদের মানববন্ধন 

ভোলা প্রতিনিধি 

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৫ ১৫:৪৫

শেয়ার

ভোলায় ভূমিদস্যুদের বিরুদ্ধে কৃষক কিষাণীদের মানববন্ধন 
ভূমিদস্যুদের বিরুদ্ধে কৃষক কিষাণীদের মানববন্ধন। বাংলা এডিশন

ভোলায় রেকর্ডীয় ভূমি মালিক,চাষা ও প্রান্তীক কৃষক কিষাণীরা সম্মিলিত ভাবে ভূমিদস্যুদের হাত থেকে বাচতে ভোলা প্রেস ক্লাবের সামনে এ মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। 

আজ ১০ ই মার্চ সকাল সাড়ে ১১টায় এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ভুক্তভোগী আব্দুল মান্নান। এসময়  বক্তারা অভিযোগ করে বলেন, ভুমিদস্যু বারেক মেম্বার ,ইয়ামিন পাটোয়ারী,  আব্বাস,উলানি কামাল, হেজু, আব্দর রব গংরা তোফায়েল আহমেদ এর শ্যালক  নুরুদ্দিন তালুকদারের নেতৃত্বে দীর্ঘদিন আমাদেন জমি জমা দখল করে খেয়েছে। লুটপাট করেছে আমাদের ফসল লুট করার সময় আমাদের অনেক মালিক ও চাষাদের কুপিয়ে জখম করেছে। এখনো তারা আমাদের উপর জুলুম করার পায়তারা করছে, আওয়ামী শাসনামলে তারা এসব করেছে এখন আবার তাদের সাথে নতুন কিছু দুষ্কৃতকারী যোগদিয়ে আমাদের উপর জুলুম করছে। 

আমরা অনতিবিলম্বে এসব জুলুমবাজ ও ভূমিদস্যুদের গ্রেফতার করার দাবী করছি। 

মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় ২নং ইলিশা ইউনিয়নের পার্ট ২ এলাকার  স্থানীয় শত শত নারী-পুরুষ অংশ গ্রহণ করে। বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করে অন্যায়ের প্রতিবাদ জানান।

মানববন্ধনে ঘোষিত অভিযুক্ত খান বলেন এই চরানন্দ পার্ট ২ কে বা কাহারা আমাদের দলের নাম বিক্রি করে কৃষকের উপুর জুলুম করেছে সে বিষয়ে আল হাজ্ব গোলাম নবী আলমগীর সাহেব খোঁজ নিতে বললে আমরা খোঁজ নেই এ চরের দস্যু কারা। তবে আমরা খোঁজ নেয়াতে তাদের সমস্যা সৃষ্টি হয়েছে বলে তাদের অপরাধ আড়াল করতে আমাদের ছবি সংযুক্ত ব্যানার সম্বলিত  মানববন্ধন করে আমাদের মানহানী করেছে। এহেন বিষয়টি আমাদের সম্মানহানির জন্য আমরা মাননীয় জেলা প্রশাসক আজাদ জাহান মহদয় ও পুলিশ সুপার মোঃ শরিফুল হকের সুদৃষ্টি কামনা করছি। তবে এই চরে ভূমিদস্যুতা নির্মুলে প্রশাসন তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নিবে বলে আশা করি।

banner close
banner close