
বর্র্তমান ভোলার আলোচিত গণধর্ষণ ও পর্ণগ্রাফী মামলার অণ্যতম আসামী শরীফ হোসেনকে রাতবর অভিযান করে অবশেষে আটক করতে সক্ষম হয়েছে র্যাব ৮ এর একটি চৌকশ আভিযানিক টিম।
ভোলার দক্ষিণ আইচা থানার একটি প্রত্যান্ত এলাকা থেকে তাকে আটক করে র্যাব। র্যাব সুত্রে জানাযায়
দক্ষিণ আইচা থানায় গত ২৫ ফেব্রুয়ারী এ মামলা দায়ের করা হয়।
উক্ত মামলার এজাহার নামীয় আসামি মোঃ শরিফ ঘটনার পর থেকে পালাতক ছিলো। র্যাব ঘটনার পর থেকে শরিফ এর ফোনে ধর্ষনের অশ্লীল ভিডিও উদ্ধার সহ তাকে আটক করতে চেষ্টা চালান, অবশেষে আজ ১০ ই মার্চ দিবাগত গভীর রাতে তাকে আটক করতে সক্ষম হয়েছে।
আটক শরীফ দক্ষিণ আইচা থানার ঢালচর এলাকার ১নং ওয়ার্ড দালাপুর গ্রামের নুরে আলম এর ছেলে।
সুত্রে জানাযায় র্যাব ৮ এর ক্যাম্প ঘটনাস্থল থেকে প্রায় শত কিলোমিটার দূরে অবস্থিত বলেই এ অভিযান বাস্তবায়ন করতে তাদের অনেক বেগ পেতে হয়েছে। তবুও অভিযুক্ত শরীফ কে আটক করে র্যাব ৮ প্রশংসা কুড়িয়েছে।
মামলার এজাহারে বর্ণীত মতে শরীফ সহ এলাকার একটি চিন্তিত দুষ্কৃতকারী কুখ্যাত নারী বিদ্বেষী গ্রুপ ভুক্তভোগী ঐ নারীকে গণধর্ষণে লিপ্ত হয়। এসময় শরীফ তার মুঠোফোনে ধর্ষিতার স্থীর চিত্র ও ভিডিও চিত্র ধারণ করে ।
ঘটনার প্রায় এক বছর পরে ভিকটিম ও তার পরিবারকে সামাজিক ভাবে প্রতিপন্ন করার জন্য তার মোবাইল ফোনে ধারণ করা ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে ঐ ভিডিও চিত্র ভাইরাল হয়ে এলাকায় সামাজিক প্রতিপন্নতায় চাঞ্চল্যের সৃষ্টি করে। তারই বিচারের দাবিতে ভিকটিম দক্ষিণ আইচা থানায় অভিযোগ দাখিল করলে পর্ণগ্রাফী আইনে মামলা রুজু করেন অফিসার ইনচার্জ।
উক্ত মামলার এজাহার অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে ১১/৩/২০২৫ রাত অনুমান ৪ টায় অভিযুক্ত শরীফ কে আটক করা হয়েছে।
আটক শরীফ এর বিরুদ্ধে পরবর্তী আইনি থানায় হস্তান্তরের ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন: