রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

মৃদু তাপপ্রবাহ বইছে চুয়াডাঙ্গায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৫ ১৬:০৩

শেয়ার

মৃদু তাপপ্রবাহ বইছে চুয়াডাঙ্গায়
মৃদু তাপপ্রবাহ বইছে চুয়াডাঙ্গায়

দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে চলেছে মৃদু তাপপ্রবাহ। ফলে জেলাজুড়ে বেশ গরম অনুভূত হচ্ছে। এতে করে কষ্টে পড়তে হচ্ছে রোজাদারসহ খেটে খাওয়া মানুষের।

বৃহস্পতিবার দুপুর ৩ টায় চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার জেলার তাপমাত্রা রেকর্ড করেছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিলো ২৬ শতাংশ। 

গতকাল বুধবার দুপুর ৩টায় আবহাওয়া পর্যবেক্ষণাগার চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করে ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সে হিসেবে একদিনের ব্যবধানে অন্তত দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৩৬ ডিগ্রি থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মৃদু তাপপ্রবাহ বলা হয়। ৩৮ ডিগ্রি থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাঝারি তাপপ্রবাহ এবং ৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪১.৯ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়ে থাকে। সে অনুযায়ী চুয়াডাঙ্গায় মৃদু তাপপ্রবাহ বইছে।

আবদুল্লা আল মামুন নামে এক রোজাদার বলেন, গতকালও তাপমাত্রা সহনশীল পর্যায়ে ছিলো। রাতেও ঠান্ডা ছিলো। আজ বেশ গরম অনুভূত হচ্ছে। অনেক দিন পর এমন গরমে হাসফাস লাগছে।

ভ্যান চালক জয়নাল জানান, হুট করেই আজ বেশ গরম লাগছে। সূর্যের বেশ তাপ আছে। বাইরে মানুষের আনাগোনা কম। ভাড়াও কম হচ্ছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, গতকালের তুলনায় আজ দুই ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা বেড়েছে। এখন থেকে জেলার তাপমাত্রা বাড়তে থাকবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই জেলায়।

banner close
banner close