
নীলফামারীর সৈয়দপুরে খড়খড়িয়া নদীতে মাছ ধরতে নেমে লিখন চন্দ্র দাস নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত লিখন চন্দ্র দাস সৈয়দপুরের গোলাহাট জেলেপাড়ার কৃষাণ চন্দ্র দাসের ছেলে। তার বয়স ১২ বছর। সে গোলাহাট স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্র।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুরে কুন্দল এলাকায় বাবার সাথে কুন্দল এলাকায় খড়খড়িয়া নদীতে মাছ ধরতে যায়। সে নদীতে নামলে স্রোতে ভেসে নিখোঁজ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল এলাকাবাসীর সহযোগিতায় বিকেল পাঁচটার দিকে নদী থেকে মরদেহ উদ্ধার করে ১০০ শয্যা হাসপাতালে প্রেরণ করে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নুরুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: