রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

গাজীপুরের কালীগঞ্জে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি হামলায় ১৮ জন আহত  

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৫ ১৩:১৬

শেয়ার

গাজীপুরের কালীগঞ্জে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি হামলায় ১৮ জন আহত  
ছবি: সংগৃহীত

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি হামলার ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

শুক্রবার সকালে কালিগঞ্জ থানা সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্য খলাপাড়া খাজা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, স্থানীয় ঈশ্বরপুর এলাকার মফিজ উদ্দিনের ছেলে আসলাম এবং খলাপাড়া এলাকার ইসলাম সরকারের ছেলে হাফিজ উদ্দিন। খলাপাড়া এলাকার জব্বার সরকারের ছেলে মোবারক সরকার, শহিদুল্লাহর ছেলে কাজী আবদুল্লাহ এবং দক্ষিণ খলাপাড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে আজিজুল হক। বাকিদের নাম এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী বাহাদুরসাদী ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের সমাজকল্যাণ সম্পাদক মো. সুমন মিয়া জানান, উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিত ইফতার মাহফিলের অংশ হিসেবে বৃহস্পতিবার খলাপাড়া খাজা মার্কেট এলাকায় একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘ইফতারের পূর্বমুহূর্তে স্থানীয় বিএনপির কর্মী আপেল, নুর ইসলাম, আকরাম, রাসেল, হান্নান, আমিন, সৌরভ ও নজরুল মোল্লাসহ ১০-১৫ জন এসে বলেন, এই এলাকায় কোনো ইফতার মাহফিল করা যাবে না। এরপর কথা কাটাকাটির একপর্যায়ে তারা ইফতারের খাবার নিয়ে চলে যান।’

তিনি আরও বলেন, ‘জামায়াতের কর্মীরা অন্য স্থানে ইফতার ও নামাজ শেষে বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে বিএনপি কর্মীরা অতর্কিত হামলা চালান। এতে আমাদের প্রায় ১০ জন আহত হন।’

বাহাদুরসাদী ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বলেন, ‘জামায়াতের নেতা-কর্মীরা আমাদের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা চালিয়েছেন, এতে আমাদের প্রায় ৭-৮ জন আহত হয়েছেন।’

তবে তাৎক্ষণিক তিনি আহতদের নাম পরিচয় দিতে পারেননি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান।

গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খায়রুল হাসান বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের ইফতার মাহফিলে বিএনপির নেতা-কর্মীরা বাধা দিয়েছে এবং ইফতার সামগ্রী ফেলে দিয়েছে।  

পরে তাদের হামলায় আমাদের প্রায় ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এর মধ্যে ৫ জন মারাত্মক জখম হয়েছেন। দুজনকে গুরুতর আহত অবস্থায় গাজীপুর পাঠানো হয়েছে।’

কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, ‘এ বিষয়ে জামায়াতের পক্ষ থেকে ১৩ জনকে সনাক্ত ও আরো অজ্ঞাতনামাদের উল্লেখ করে থানায় একটি মামলা হয়েছে।’

banner close
banner close