
ছবি: বাংলা এডিশন
চুয়াডাঙ্গার দর্শনায় আবারো বোমা সদৃশ বস্তুর সন্ধ্যান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল।
শুক্রবার সকাল ৯টার দিকে দর্শনা মা ও শিশু হাসপাতাল সংলগ্ন ইট খোলা মাঠ থেকে বোমা সদৃশ বস্তুটির সন্ধ্যান পায় আইনশৃঙ্খলা বাহিনী।
বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) সুলতান মাহমুদ।
তিনি বলেন, ‘ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ ও সেনাবাহিনী। বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে ওনারা আসছেন। এ ছাড়া বোম্ব ডিস্পোজাল ইউনিটকে জানানো হয়েছে।’
এর আগে সর্বশেষ গত ২০ ফেব্রুয়ারি দর্শনা পৌর শহরের দুইটি স্থান থেকে সাতটি বোমা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আরও পড়ুন: