রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

বাউফলের ধুলিয়া ইউনিয়নে খাল অবমুক্ত করার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৫ ১৫:৪১

শেয়ার

বাউফলের ধুলিয়া ইউনিয়নে খাল অবমুক্ত করার দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী খাল অবমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার সকাল ১০টায় ইউনিয়নের খালের অভিমুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং অবৈধ দখলদারদের হাত থেকে খাল উদ্ধার ও পানিপ্রবাহ স্বাভাবিক করার জোর দাবি জানান। বক্তারা বলেন, এক সময় এই খাল কৃষি, মৎস্য ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু দখল ও দূষণের কারণে এটি বর্তমানে মৃতপ্রায়।

বক্তারা আরও জানান, বাঁধ নির্মাণকাজের জন্য সংশ্লিষ্ট ঠিকাদার খালটির প্রবাহ আটকে দিয়েছে, ফলে এটি অকার্যকর হয়ে পড়েছে। এতে কৃষি, মাছচাষ ও স্থানীয় পরিবেশ মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

এ সময় বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি অবিলম্বে খালটি অবমুক্ত না করা হয়, তবে এলাকাবাসী আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।’

মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, কৃষক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে খাল রক্ষার আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।

banner close
banner close