রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

জলমহাল দখল করে পদ হারালেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৫ ১৫:৫৪

আপডেট: ১৪ মার্চ, ২০২৫ ১৫:৫৬

শেয়ার

জলমহাল দখল করে পদ হারালেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক
পদ হারালেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।

জলমহাল দখল ও লুটপাটের অভিযোগ ওঠে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জি এম এ মুক্তাদির রাজুর বিরুদ্ধে। এ ঘটনার পর তার পদ স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পদটি স্থগিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের পরিপ্রেক্ষিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক জি এম এ মুক্তাদির রাজুর দলীয় পদ স্থগিত করা হলো।

এ সিদ্ধান্ত অনুমোদন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।

জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের ধলী বিল (হুরু হাওর) জলমহালের সেচে পানি কমিয়ে মাছ লুণ্ঠনের অভিযোগ উঠেছে মৌলভীবাজার জেলার স্বেচ্ছাসেবক দল সভাপতি জি এম এ মুক্তাদির রাজুর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় গ্রামবাসী প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষ হয়। কনকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত ইউপি বিএনপির সভাপতি মো. ফজলুর রহমানের ভোগদখলে থাকা জলমহাল থেকে প্রায় ৮-১০ লাখ টাকার মাছ লুটে নেওয়ার অভিযোগ করেন উত্তরাধিকারী লন্ডন প্রবাসী তৌহিদুর রহমান।

এ বিষয়ে জি এম এ মুক্তাদির রাজু বলেন, কেন্দ্রীয় নির্দেশ দেওয়ার আগে দলের কর্মী হিসেবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকতো। যে ঘটনা নিয়ে একটি নিউজ হয়েছে এর সত্যতা পাওয়া যায়নি।

banner close
banner close