রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

কক্সবাজারে পুলিশের গাড়ি খাদে পড়ে এক কনস্টেবল নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৫ ১৬:০৭

শেয়ার

কক্সবাজারে পুলিশের গাড়ি খাদে পড়ে এক কনস্টেবল নিহত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির গাড়ি খাদে পড়ে নাজমুল হাসান নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের আরও চারজন সদস্য।

বৃহস্পতিবার  রাত আড়াইটার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের সোয়াজানিয়া রিংভং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ৫ জন সদস্য ফাঁড়ি থেকে ডিউটির গাড়িতে রওনা দেন। পথে ডুলাহাজারা ইউনিয়নের সোয়াজানিয়া রিংভং এলাকায় পৌঁছালে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

গাড়িতে থাকা একজন কনস্টেবল নিহত হন।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন।

banner close
banner close