রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

কক্সবাজারে প্রধান উপদেষ্টার মতবিনিময় সভায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি 

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৫ ২০:৩০

শেয়ার

কক্সবাজারে প্রধান উপদেষ্টার মতবিনিময় সভায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি 
লাল বিত্তে নীলিমা চৌধুরী। ছবি: বাংলা এডিশন

কক্সবাজারে প্রধান উপদেষ্টার মতবিনিময় সভায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি নীলিমা চৌধুরীর উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়। 

শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারে এসেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। দুপুর পৌনে একটায় বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তারা।

সেদিন কক্সবাজারে  বিয়াম ফাউন্ডেশন  অডিটোরিয়ামে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি নীলিমা চৌধুরী। এসময় তিনি প্রধান উপদেষ্টার বৈঠকে বক্তব্য দেন। এরপর থেকে ছাত্র প্রতিনিধি ও কক্সবাজারে সচেতন মহল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন।

উল্লেখ্য যে,কক্সবাজারে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উখিয়ায় প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেন।

banner close
banner close