রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

রাঙামাটিতে ইউপিডিএফ ও জেএসএসের গোলাগুলিতে একজন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৫ ১২:৫৯

শেয়ার

রাঙামাটিতে ইউপিডিএফ ও জেএসএসের গোলাগুলিতে একজন নিহত
প্রতীকী ছবি।

রাঙামাটির মানিকছড়িতে পার্বত্যাঞ্চলের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সঙ্গে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে গোলাগুলির ঘটনায় এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন।

রোববার সকালে রাঙামাটির মানিকছড়ি খামারপাড়া তৈমিদুং এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। নিহত ইউপিডিএফ সদস্যের নাম নির্মল চাকমা।

এই বিষয়ে ইউপিডিএফের মুখমাত্র অংগ্য মারমা বলেন, ‘জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যদের হামলায় আমাদের একজন কর্মী নিহত হয়েছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও খুনিদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. সাহেদ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।  

banner close
banner close