রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

সিরাজগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা: থানায় অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৫ ১৫:২০

শেয়ার

সিরাজগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা: থানায় অভিযোগ
ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জের রায়গঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। শনিবার সকালে চান্দাইকোনা ইউনিয়নের সরাই হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।'

অভিযোগ সূত্রে জানা যায়, সরাই হাজীপুর গ্রামের আব্দুল বারিক খানের ছেলে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি ও রায়গঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. শাহিন খানের সাথে শ্যামগোপ গ্রামের সিদ্দিক হোসেনের পুত্র শাহ পরান গংদের পারিবারিক ও সামাজিক বিরোধ চলে আসছিল।

এরই এক পর্যায়ে শনিবার সকাল ১১টার দিকে সাংবাদিক শাহিন খান অভীর নলকূপ সংস্কার কাজ দেখতে যায়। এ সময় শাহ পরান গংরা একটি সংঘবদ্ধ দল রাম দা, হাসুয়া, ছুরি, লোহার রড, কাঠের বাটাম, বাঁশের লাঠি দিয়ে তার উপর সন্ত্রাসী হামলা চালায়। এতে সাংবাদিক শাহিন খানের দুহাত ও এক পা এর বিভিন্ন অংশ ভেঙ্গে যায়। ঘটনাস্থল থেকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথম সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করে।

এ ঘটনায় আহতদের বাবা আব্দুল বারিক খান শাহ পরানসহ ১১ জনকে আসামি করে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত অসিছেন।

তিনি বলেন, ‘ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

banner close
banner close