
চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত কেরু এন্ড কোম্পানিসহ বিভিন্ন স্থান থেকে ১৪ টি বোমা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার ৩ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার তাদেরকে শহরের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। বিকালে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। আবেদন করা হয়েছে রিমান্ডের।
গ্রেফতারকৃতরা হলেন, দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাদপুর গ্রামের সেলিম উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মামুন লিপন, একই গ্রামের মিরাজুল ইসলামের ছেলে রানা মন্ডল ও দর্শনা পৌর এলাকার শান্তি পাড়ার আব্বাস আলীর ছেলে ইউনুস আলি।
পুলিশ জানিয়েছে, দূর্বিত্তরা দর্শনা কেরু চিনিকল চত্ত্বর, আকন্দবাড়িয়া, ঈশ্চরচন্দ্রপুরসহ ৫ টি স্থানসহ মোট ১৪ টি বোমা রেখে আতংক সৃষ্টি ও নাশকতামূলক কর্মকান্ড ঘটানোর চেষ্টা করছিল। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে শনিবার নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
দর্শনা থানার ওসি শহিদ তিতুমীর জানান, ‘আটক তিন আসামীকে গতকালই আদালতে সোপর্দ করা হয়েছে। প্রকৃত ঘটনা জানতে প্রত্যেককে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।’
আরও পড়ুন: