শুক্রবার

১১ এপ্রিল, ২০২৫
২৭ চৈত্র, ১৪৩১
১৩ শাওয়াল, ১৪৪৬

আড়ং লাবাং এ পারদ সাদৃশ্য বস্তু পাওয়ার অভিযোগ এক ক্রেতার!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৫ ১৭:০০

আপডেট: ১৭ মার্চ, ২০২৫ ১৭:৩০

শেয়ার

আড়ং লাবাং এ পারদ সাদৃশ্য বস্তু পাওয়ার অভিযোগ এক ক্রেতার!
ছবি : বাংলা এডিশন

আড়ং ডেইরি ফার্মেন্টেড মিল্ক লাবান। স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এই পানীয় হজমে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও এটি হাড়ের ক্ষয় রোধ করে হাড়কে মজবুত করতে সাহায্য করে। এমন চমকদার বিজ্ঞাপণ দিয়ে বাজারে এই পানীয়টি বিপণন করেন বাংলাদেশের পরিচিত প্রতিষ্ঠান ব্র্যাক।
তবে সম্প্রতি এই পানীয় পান করতে গিয়ে পারদ সাদৃশ্য বস্তু পাওয়ার অভিযোগ করেছেন রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি। 
স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী পানীয় বলে প্রচার করলেও এর মধ্যে মানবদেহের জন্য ক্ষতিকর বস্তু পাওয়ার খবরে চরম স্বাস্থ্যিঝুকির শঙ্কা করছেন ভোক্তারা। 
এই বিষয়ে আড়ং এর সংশিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোন তথ্য দেয়নি।

banner close
banner close