
মানিকগঞ্জের সিঙ্গাইরে সরকারি খাল ও সড়কের জমি অবৈধভাবে দখল করে নির্মানাধীন বহুতল বভনটি উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন উপজেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ হাবিবুর রহমান। উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলী গ্রামের মদন মোল্লার ছেলে প্রবাসী মান্নান মোল্লার জোরপূর্বক নির্মানাধীন ওই ভবন নিয়ে অনলাইন নিউজ পোর্টাল বাংলা এডিশনসহ একাধিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয় । পরে বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের।
জানাগেছে, চান্দহর ইউনিয়নের চান্দহর-সিরাজপুর সড়কের বাঘুলি গ্রামে একটি সরকারি খাল রয়েছে। সেই খাল ও সড়কের জমি দখল করে প্রবাসী মান্নান মিয়া বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করেন। এনিয়ে অনলাইন নিউজ পোর্টাল বাংলা এডিশনসহ একাধিক মিডিয়ায় সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের। এদিকে উপজেলা প্রশাসন একাধিকবার নিষেধ করার পরও বভনটির নির্মান কাজ চালিয়ে যায় বাড়ির মালিক। সম্প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জায়গাটি পরিমাপ করে নির্মানাধীন ভবনের দখলকৃত অংশ উচ্ছেদের সিদ্ধান্ত নেন।
সিঙ্গাইর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ হাবিবুর রহমান বলেন, সংবাদ প্রকাশের পর সরকারি খাল ও সড়কের জমি দখল করে ভবন নির্মাণের বিষয়টি আমাদের নজরে আসে। পরে জায়গাটি পরিমাপ করে দেখা যায় সরকারি সাড়ে ৭ ফিট জমি দখল করছেন ভবন মালিক। ভবনটি উচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে জেলা প্রশাসনের কাছে চিঠি দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়ার পর ভবনের দখলকৃত অংশ উচ্ছেদ করা হবে।
আরও পড়ুন: