
নীলফামারীর ডোমার উপজেলায় পামওয়েল তেলকে সয়াবিন তেল হিসাবে বিক্রি, ওজনে কম ও অনুমোদনহীন তেল বিক্রির অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালিয়ে রুপচাঁদা তেলের ডিলার ফারুককে ৫০ হাজার টাকা জরিমানা করছে।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে অধিদফতরের মহাপরিচালক ও জেলা প্রশাসক নীলফামারীর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপজেলার মেসার্স ফারুক ট্রেডার্সের ডিলার ফারুক আহমেদের গোডাউন থেকে বিভিন্ন নামহীন ব্র্যান্ডের সয়াবিন ও পাম তেল জব্দ করা হয়। যা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুমোদিত নয়। এছাড়া বোতলজাত তেলের ওজন নির্ধারিত মান অনুসারে না থাকা এবং বাজার মূল্যের চেয়ে অধিক দামে বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা কারি দলটি বোতলজাত পামওয়েল তেল গুলো ড্রামে ঢেলে খালি বোতলগুলো জব্দ করে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নীলফামারী জেলার সহকারী পরিচালক মো. সামসুল আলম। অভিযানে সহযোগিতা করেন ডোমার থানা পুলিশের একটি দল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: