
ময়মনসিংহের নান্দাইলে একই স্থানে ইফতার পার্টির আয়োজনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। বুধবার বিকাল ৫টার দিকে নান্দাইলের শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠ প্রাঙ্গণে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
পুলিশ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান গ্রুপের অনুসারীরা শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠে ইফতার পার্টির আয়োজন করেন। একই দিন একই স্থানে পৌর বিএনপির আহ্বায়ক আজিজুল পিকলু গ্রুপের অনুসারীরাও ইফতার পার্টির আয়োজন করতে যান। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন সেখানে ইফতার পার্টি করতে চান। এ নিয়ে বিকাল ৫টার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি নেতাকর্মীরা। আহতরা নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নান্দাইল পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
এ ব্যাপারে জানতে নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান ও পৌর বিএনপির আহ্বায়ক আজিজুল পিকলুর মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।
ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম বাংলা এডিশনকে বলেন, ‘একই স্থানে ইফতার পার্টির আয়োজনকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। তবে গুলি ছোড়ার ঘটনা ঘটেনি। ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। আজ বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পৌর এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।’
আরও পড়ুন: