শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

সিংগাইরে সন্ত্রাসী ও চাঁদাবাজ ফারুক গংদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মার্চ, ২০২৫ ১৬:২৭

শেয়ার

সিংগাইরে সন্ত্রাসী ও চাঁদাবাজ ফারুক গংদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন
ছবি: বাংলা এডিশন

সিংগাইরে সন্ত্রাসী ও চাঁদাবাজ ফারুক গংদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ২০ মার্চ বৃ:হস্পতিবার সকাল ১০ ঘটিকায়, সন্ত্রাসী ও চাঁদাবাজ ফারুক গংদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সিংগাইর উপজেলার সুদক্ষিরা বাংলার মোড় এলাকায় জামির্তা ইউনিয়নের প্রায় দুইশতাধিক লোকের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সুদক্ষিরা বাংলার মোড় এলাকায় সাধারণ জনগণ ও ভুক্তভোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষনএকত্রিত হয়ে সন্ত্রাসী ও চাঁদাবাজ ফারুক গংদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে ফারুক ও তার সহযোগীরা এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি এবং বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে।

জামির্তা ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, ‘হারুন-উর-রশীদের উপর পূর্ব শত্রুতার জের ধরে হামলা করেছে সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমরা সাধারণ মানুষ শান্তিতে থাকতে চাই। ফারুক গংদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। তাদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাই, তারা যেন দ্রুত ব্যবস্থা নেন। না হলে আমরা আরও বড় আন্দোলনে যেতে বাধ্য হবো।’

মো. ফারুক হোসেন ও আমানুল্লাহ বলেন, ‘আহত হারুনকে উদ্ধার করায় আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।'

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, স্থানীয় ব্যাবসায়ী মনির হোসেন, সমাজ সেবক মো. হাজি জমশের উদ্দিন, মো. মনসুর আলী, সাব্বির, মিজান সহ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান এবং ফারুক গংদের গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

banner close
banner close