
ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলটি নগরীর টাউন হল চত্বর থেকে মিছিল বের হয়ে সদর রোড, ফজলুল হক এভিনিউ, চকবাজার, গির্জা মহল্লা ঘুরে সদর রোডে এসে শেষ হয়। এর আগে টাউন হল চত্বর এলাকায় একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, বিমান বন্দর থানা আমির অধ্যাপক মাহফুজুর রহমান আমিন, বরিশাল মহানগর শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ‘শতাব্দীকালব্যাপী ইসরায়েল ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালাচ্ছে। এবারো রমজান মাসে কাপুরুষের মতো নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে ৪ শতাধিক নারী ও শিশু হত্যা করেছে। আমরা বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাই জনগণের স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানের মাধ্যমে গঠিত বিপ্লবী সরকার জাতিসংঘে প্রস্তাব তুলে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়াবে।
ইসরায়েল জন্মলগ্ন থেকে সন্ত্রাসী কর্যক্রম চালিয়ে যাচ্ছে এই সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে।’
আরও পড়ুন: