
মানিকগঞ্জের হরিরামপুরের দুর্গম চরাঞ্চলের কিশোরী ও নারীদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান ও স্বাস্থ্য উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার চরাঞ্চল আজিমনগর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে ডেবোনেয়ার গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বারসিকের আয়োজনে কিশোরী ও নারীদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আজিমনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে ও বারসিকের প্রোগ্রার অফিসার মুক্তার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, সরকারি বিচারপতি নূরুল ইসলাম মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনোয়ার হোসেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি হরিরামপুর উপজেলা শাখার সভাপতি জ. ই. আকাশ, আজিমনগর ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী রোকসানা আক্তার , বারসিকের প্রোগ্রাম অফিসার সত্য রঞ্জন সাহা প্রমুখ।
হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নাজনীন সুলতানা।
অনুষ্ঠানে বিভিন্ন গ্রাম থেকে প্রায় দুই শতাধিক কিশোরী ও নারীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।
আরও পড়ুন: