রবিবার
19:21:29

৬ এপ্রিল, ২০২৫
২২ চৈত্র, ১৪৩১
৮ শাওয়াল, ১৪৪৬

হরিরামপুরে জামায়াতে ইসলামীর রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২১ মার্চ, ২০২৫ ১৯:৫৮

শেয়ার

হরিরামপুরে জামায়াতে ইসলামীর রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল।

মানিকগঞ্জের হরিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার ঝিটকা বাজার বাসস্ট্যান্ডে  উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নুরুল ইসলাম।

 তিনি তার বক্তব্যে বলেন, দীর্ঘ ১৭ বছর পর আজ আমরা এখানে কথা বলার সুযোগ পেয়েছি। এতো দিন ইফতার মাহফিল তো দূরের কথা আমরা দশ জন এক সাথে দাঁড়াতেই পারিনি। আজ আমাদের কথা বলার সুযোগ করে দিয়েছে জুলাই বিপ্লবের ছাত্র জনতার বিজয়ের মধ্য দিয়ে। সততা ও ন্যায় নিষ্ঠার সাথে রাষ্ট্র পরিচালনায় আগামী জাতীয় সংসদ  নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীকে আপনারা ভোট দিয়ে দেশ পরিচালনায় সুযোগ করে দিবেন।

প্রধান আলোচকের বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি মো. জাহিদুর রহমান বলেন, দেশে আবার ফ্যাসিস্ট আওয়ামী লীগ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। কিন্তু এই বাংলার জমিনে ফ্যাসিস্ট শেখ হাসিনার আর জায়গা নেই। যারা আওয়ামী লীগকে আবার অধিষ্ঠিত করতে চায়, আমরা তাদের ছেড়ে দেব না।

 উপজেলা ইসলামী ছাত্রশিবিেরের সাবেক সভাপতি কবিরুজ্জামান শিকদার উজ্জ্বলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফারুক হোসেন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী ছাত্রশিবিেরের সাবেক সভাপতি এড. জাহিদ মোল্লা, ইঞ্জিনিয়ার রাজিবুল ইসলাম, সৌদি প্রবাসী জামায়াতের রুকুন হায়দার বিশ্বাস ও আমিনুর রহমান আজাদ প্রমুখ।

 

banner close
banner close