শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৫ ১১:৩৪

শেয়ার

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি অগ্রাহ্য করে ফিলিস্তিনের নিরস্ত্র মানুষের ওপর মার্কিন-ইসরায়েল সাম্রাজ্যবাদী শক্তির নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া শাখা।

শুক্রবার জুমার নামাজ শেষে সরকারি মহিলা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এসে বিক্ষোভ সমাবেশ করা হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পশ্চিম শাখার সভাপতি সৈয়দ কুতুব সাব্বির, বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি জুবায়ের আহমেদ নাহিদসহ বগুড়া জেলার নেতারা।

সমাবেশে শিবিরের নেতারা বলেন, ‘আপনারা জানেন আমাদের এই বিক্ষোভ মিছিলের কারণ। আপনারা দেখেছেন মুসলমানদের চেতনার জায়গা বদর ওহুদ ও খন্দক যেগুলো আমরা পাড়ি দিয়ে এসেছি। ইসরাইলের বর্বর সৈন্যরা রোজাদার ফিলিস্তিনির ওপর হামলা করেছে। যারা আমাদের ভয় দেখায় তাদের বলে দিতে চাই আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা ওমর বিন মুসার উত্তরসূরি আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা তাদের ধিক্কার জানাই যারা মুসলিমদের ওপর এমন বর্বর হামলা করেছে৷’

ফিলিস্তিনি ভাই বোনদের রক্ষা করার জন্য পুরো বিশ্বের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

banner close
banner close