রবিবার
19:10:08

৬ এপ্রিল, ২০২৫
২২ চৈত্র, ১৪৩১
৮ শাওয়াল, ১৪৪৬

চাঁদপুরে আগুনে পুড়লো ১৪ ব্যবসায় প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৫ ১৪:১৯

শেয়ার

চাঁদপুরে আগুনে পুড়লো ১৪ ব্যবসায় প্রতিষ্ঠান
ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে দলিল লেখকদের ১০টি অফিস ও ৪টি ব্যবসায় প্রতিষ্ঠান।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বাজারের স্টেশন রোড জেলা পরিষদ মার্কেট-সংলগ্ন পৌরসভা মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয় জনতার সহযোগিতায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাসুম ও মাসুদ আলম দাবি করছেন, হাজীগঞ্জ পৌরসভা ও চাঁদপুর জেলা পরিষদের মধ্যে এ মার্কেট নিয়ে পূর্বের দ্বন্দ্ব রয়েছে। জেলা পরিষদ একাধিকবার দোকানগুলো উচ্ছেদ করতে চেয়েও ব্যর্থ হয়েছে। তাই পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এসব দোকান পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা।

তারা আরও বলেন, এখানে কয়েকজন দলিল লেখকের অফিস। উপজেলার কয়েকশ দলিল ছিল। দোকানগুলো পুড়ে যাওয়ায় শুধু ব্যবসায়ীরা নয় ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো উপজেলা। তাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. মোতালেব মিয়া বলছেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে দলিল লেখক ও ব্যবসায়ীদের সহ ১৪টি প্রতিষ্ঠান পুড়ে গেছে।’

banner close
banner close