শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৫ ১৭:৩০

শেয়ার

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
শ্রমিকদের মহাসড়ক অবরোধ।

গাজীপুরের শ্রীপুরের নয়নপুর এলাকায় একটি কারখানার অপারেটরকে মারধরের বিচারসহ ১২ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এক্সিস নিটওয়্যারস্ লিমিটেড নামের কারখানার শ্রমিকরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শনিবার (২২ মার্চ) দুপুর দেড়টার দিকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, উপজেলার নয়নপুর এলাকার এক্সিস নিটওয়্যারস্ লিমিটেড নামের কারখানার অপারেটর মোশারফ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। সুস্থ হয়ে কাজে যোগ দিয়ে শনিবার বেলা ১১টার দিকে প্রাকৃতিক কাজ সারতে কারখানার শৌচাগারে যান। শৌচাগারে সময় বেশি কাটানো হয়েছে এমন অভিযোগ তুলে জিজ্ঞাসাবাদ করেন ওই কারখানার সুপারভাইজার আল আমিন। এক পর্যায়ে অপারেটর মোশারফকে মারধর করা হলে অসুস্থতা বোধ করেন তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় তানিয়া মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এই ঘটনার প্রতিবাদ ও শ্রমিকরা সম্পূর্ণ ছুটির টাকা, ঈদে ১২ দিনের ছুটি, এক হাজার টাকা হাজিরা বোনাস, সুপারভাইজার ফেরদৌস, আল আমিন, নজরুল ও সোহাগকে চাকরি থেকে অব্যাহতি দেওয়াসহ ১২টি দাবি উপস্থাপন করেন শ্রমিকরা। এ সময় অভিযুক্ত সুপারভাইজার আল-আমিনের শাস্তির দাবিতে কারখানার প্রায় ২ হাজার শ্রমিক বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে দুপুর দেড়টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ, মাওনা হাইওয়ে থানা পুলিশ ও শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন।

মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী বলেন, শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের আলোচনা হয়েছে। শ্রমিকরা যে দাবিগুলো উপস্থাপন করেছেন তা নিয়ে আলোচনা করার আশ্বাস দেওয়া হলে আন্দোলনরত শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যান। এরপর পৌনে তিনটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

banner close
banner close