বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

সৈয়দপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

নীলফামারী প্রতিনিধি 

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৫ ০৯:৩৯

শেয়ার

সৈয়দপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ
খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ।

পবিত্র রমজান মাস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে অল ইন ওয়ান ’৮৯ সংগঠনের উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুরে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ মাঠে এক হাজার পঞ্চাশ জন মানুষের মাঝে ওই খাদ্য সামগ্রী ও অর্থ বিতরণ করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান মাহবুব।

অল ইন ওয়ান ’৮৯ সংগঠনের অন্যতম সদস্য ডা. মো. আবু সাঈদ টিটু’র সভাপতিত্বে এবং বিশিষ্ট  কথাসাহিত্যিক ও গল্পকার আকমল সরকার রাজুর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সদস্য সচিব ব্যাংকার মো. কামরুল হাসান শামীম।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সদস্য কামারপুকুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান মুকুল, আব্দুল সালাম, সেলিনা খাতুন, মাওলানা মো. গোলাম রব্বানী ও মাওলানা মো. সেলিম প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্য-সদস্যরা উপস্থিত থেকে বিতরণ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা দেন।

এতে সৈয়দপুর ও আশেপাশের বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত এক হাজার পঞ্চাশ জন মানুষের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্যসামগ্রী মধ্যে রয়েছে চাল ১০ কেজি, সয়াবিন তেল এক লিটার, লবন এক কেজি, ছোলা দুই কেজি, মশুর ডাল এক কেজি, চিনি এক কেজি ও সেমাই এক কেজি এবং নগদ ২০০  টাকা।

banner close
banner close