বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

রামুতে ৪০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক,গাড়ি জব্দ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৫ ১১:৩৪

শেয়ার

রামুতে ৪০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক,গাড়ি জব্দ
৪০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক,গাড়ি জব্দ

৪০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে রামু থানা পুলিশ। রবিবার (২২মার্চ) দুপুর আড়াইটার দিকে একটি যাত্রীবাহী নোহা গাড়ি থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আটক যুবকের নাম নেজাম উদ্দিন (২৮) । সে টেকনাফ হোয়াইক্ষ্যং ইউনিয়ন এর উনচি প্রাং ৩নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আইয়ুব আলীর পুত্র।

রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ হৃীলা ষ্টেশন থেকে ছেড়ে আসা ২০১৫ মডেল, সাদা রং এর ঢাকা মেট্রো-চ, ১৯-২২৩৯ নম্বর নোহা গাড়িকে রামু থানার সামনে ব্যারিকেট দিয়ে থামানো হয়।

এরপর দীর্ঘ অভিযান পরিচালনা করে নোহা গাড়ির পেছনের ব্যাক ডালার ভেতর থেকে গ্রাইন্ডিং মেশিন দ্বারা কেটে ইয়াবা গুলো উদ্ধার করা হয়। বর্তমানে নোহা গাড়িটি রামু থানায় জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তি নেজামের সাথে কথা হয় প্রতিবেদকের। তিনি জানান, গাড়ির আসল চালক দেলোয়ার এর ভাড়া করা ৬জন যাত্রী নিয়ে বদলি চালক হিসেবে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় পুলিশ গাড়িটি থামিয়ে ইয়াবা গুলো উদ্ধার করেন। 

আটক গাড়ির মালিক টেকনাফ উপজেলার হোয়াইক্যং হারাং খালি'র মো: রাশেদ বলে জানা গেছে। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন রামু থানার এসআই ইসমাইল। 

banner close
banner close