বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

শরীয়তপুরে মামলায় হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৫ ১৩:৫০

আপডেট: ২৩ মার্চ, ২০২৫ ১৩:৫১

শেয়ার

শরীয়তপুরে মামলায় হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মিথ্যা মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় শফিকুল ইসলাম খোকন নামে এক সার্ভেয়ারের (জমি মাপার আমিন) বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর স্ত্রী পারভীন আক্তার। রবিবার (২৩ মার্চ) সকালে শরীয়তপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. শাহিনুর রহমান খান জয়ের কোর্ট চত্বরের চেম্বারে এ সংবাদ সম্মেলন করা হয়। এসময় খোকনের মা আনোয়ারা বেগম ও আল-আমিন সরদার সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম খোকনের স্ত্রী পারভীন আক্তার বলেন, উপজেলার সখিপুর থানার আরশিনগর ইউনিয়নের পূর্ব আকন কান্দি গ্রামের গত ১ মার্চ রাত ১ টায় সখিপুর থানা থেকে পুলিশ এসে আমার স্বামীকে বলে, আপনাকে চা খেতে একটু থানায় যেতে হবে। এক ঘন্টার মধ্যে আপনাকে বাসায় পৌঁছে দেয়া হবে। পরে ওই রাতে আমার স্বামী বাসায় না আসলে পরের দিন সকালে সখিপুর থানায় গিয়ে জানতে পারি যে, তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় আসামী করে কোর্টে প্রেরণ করা হয়েছে। 

পারভীন আক্তার আরও বলেন, আমার স্বামী কোনো রাজনীতির দল করেন না, তবে সে বহু আগে থেকেই বিএনপির সমর্থক। তার নামে কোন থানায় মামলা নেই। তিনি গ্রামে আমিন হিসেবে লোকজনের জমি মেপে সংসার চালান। বর্তমানে তার স্বামী জেলে থাকার কারণে সন্তান নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন বলে জানান তিনি। 

এ ব্যাপারে সখিপুর থানার ওসি মো.ওবায়েদুল হক বলেন, আমরা অনেককেই গ্রেপ্তার করতেছি। তদন্ত সাপেক্ষে জানা যাবে কে দোষী আর কে নির্দোষ।

 

banner close
banner close