বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

সৈয়দপুরে সেমাই কারখানার লাখ টাকা জরিমানা

প্রতিনিধি,নীলফামারী

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৫ ১৯:০৩

শেয়ার

সৈয়দপুরে সেমাই কারখানার লাখ টাকা জরিমানা
ছবি : বাংলা এডিশন

নীলফামারীর সৈয়দপুরে নিরাপদ খাদ্য অধিদপ্তর এক ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে।  এতে মেসার্স মঈন অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড কারখানায় নিবন্ধন ব্যতিত সেমাই তৈরি ও খাদ্যে রং ব্যবহারের কারণে এক লাখ টাকা জরিমানা করা হয়।  রোববার  দুপুরে ওই অভিযান পরিচালনা করা হয়।

   
জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শিহাব উদ্দিন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুন্না রানী চন্দ্র এ অভিযান পরিচালনা করেন। সৈয়দপুর শহরের বাঁশবাড়িতে অবস্থিত মেসার্স মঈন অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড কারখানায় অভিযান চালান।  অভিযান পরিচালনাকালে বিএসটিআই এর  নিবন্ধন ব্যতিত সেমাই উৎপাদন, খাদ্যে রঙ এর ব্যবহার ইত্যাদি অপরাধের জন্য নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর আওতায় এক লাখ টাকা জরিমানা করা হয়।


জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শিহাব উদ্দিন বাংলা এডিশন কে  জানা্ন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।  

banner close
banner close