বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

চান্দগাঁওয়ের শমসের পাড়ায় ডা. আবু নাছের রমযানের শিক্ষা নিয়ে তাকওয়া ভিত্তিক সমাজ গড়তে হবে

প্রতিনিধি,চট্টগ্রাম

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৫ ২১:০০

শেয়ার

চান্দগাঁওয়ের শমসের পাড়ায় ডা. আবু নাছের রমযানের শিক্ষা নিয়ে তাকওয়া ভিত্তিক সমাজ গড়তে হবে
নগরীর চান্দগাঁও শমসের পাড়া সাংগঠনিক ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন ডা. মো. আবু নাছের। ছবি : বাংলা এডিশন
চট্টগ্রাম-৮ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মো. আবু নাছের বলেছেন, পবিত্র রমজান মাসের শিক্ষাকে ধারণ করে সবাইকে মানবতার কল্যাণে কাজ করতে হবে। একইসাথে এই রমযানের শিক্ষাকে গ্রহণ করে আমাদের সমাজকে তাকওয়া ভিত্তিক সমাজ গঠন করতে হবে।
 
নগরীর চান্দগাঁও শমসের পাড়া সাংগঠনিক ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সাংগঠনিক ওয়ার্ড আমির নুরুল আলমের সভাপতিত্বে রবিবার (২৩ মার্চ) আয়োজিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ৪নং চান্দগাঁও প্রশাসনিক ওয়ার্ড আমির মোহাম্মদ ওমর গনি, ৪নং চান্দগাঁও ওয়ার্ড জামায়াতে ইসলামী মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী  রাইসুল ইসলাম তিতুৃ চৌধুরী। সেক্রেটারি জিএম সাইফুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
banner close
banner close