বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

মহাদেবপুরে চাঁদাবাজী করতে গিয়ে আ’লীগপন্থি দুই সাংবাদিক অবরুদ্ধ

প্রতিনিধি,নওগাঁ

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৫ ২০:৫২

শেয়ার

মহাদেবপুরে চাঁদাবাজী করতে গিয়ে আ’লীগপন্থি দুই সাংবাদিক অবরুদ্ধ
ছবি : বাংলা এডিশন
নওগাঁর মহাদেবপুরে উপজেলা সদরের খাদ্য গুদামে চাঁদাবাজী করতে গিয়ে আওয়ামী লীগপন্থি দুই কথিত সাংবাদিককে স্থানীয়রা আড়াই ঘন্টা অবরুদ্ধ করে রাখে। পরে বিএনপির একটি অঙ্গ সংগঠনের নেতারা ফিল্মি স্টাইলে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। ওই সংগঠনের নেতার বিরুদ্ধে বিএনপি সমমনা সাংবাদিকদের বাদ দিয়ে বেছে বেছে আওয়ামী লীগপন্থি সাংবাদিকদের পুনর্বাসনের অভিযোগ করা হয়েছে। এনিয়ে এলাকায় দারুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি এখন ট্যক অব দ্য টাউনে পরিণত হয়েছে।
 
সোমবার দুপুর ২টায় বরুণ মজুমদার ও আক্কাস আলী উপজেলার সদর খাদ্যগুদামে টাকা নিতে গেছে এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ও জেলা পর্যায়ের সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বৈষম্য বিরোধী ছাত্র নেতা প্রমুখ সেখানে ভীড় জমান। এসময় জানা যায়, ওই দুজন সাংবাদিক চলতি বোরো মৌসুমে এই খাদ্যগুদামে চাল সংগ্রহ অভিযান শেষে এবং ঈদের আগে চাঁদা নিতে যায়। উপস্থিত সাংবাদিকেরা নিশ্চিত হন যে, ওই দুই সাাংবাদিক সংবাদের কোন তথ্য নেয়ার জন্য সেখানে যাননি। তারা সেলামী নিতে সেখানে গিয়েছিল একথা স্বীকার করেছেন ওই খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুর রহমান। স্থানীয়রা ওই দুই সাংবাদিককে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত খাদ্যগুদামের একটি ঘরে অবরুদ্ধ করে রাখে। বরুণ মজুমদারের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ সে ৪ আগস্ট পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের অফিসের বারান্দায় বসে থেকে পাহাড়া দিয়েছে। সে এমপি সৌরেন্দ্রনাথের ভোটে কর্মীর দায়িত্ব পালন করে। গতবছর সে ভারতের ইস্কন মন্দিরে গিয়ে সেলফি তুলে নিজের ফেসবুক আইডিতে পোষ্ট করে। আর আক্কাস আওয়ামী লীগের এমপি ছলিম উদ্দিন তরফদারের 
 
অঘোষিত প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করে। সেসময় একটি ক্লিনিকে চাঁদাবাজীর পাঁচ হাজার টাকাসহ হাতে নাতে ধরা পড়ে দীর্ঘদিন হাজত বাস করে। পরে রাজনৈতিক মামলা হিসেবে সরকারি উদ্যোগে সে মামলা প্রত্যাহার করায়।
 
বিকেল সাড়ে ৪টায় উপজেলা কৃষক দলের একদল নেতাকর্মী কয়েকটি মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে গিয়ে আটক দুই সাংবাদিককে ফিল্মি স্টাইলে ছাড়িয়ে নিয়ে যায়। কৃষক দলের বিভিন্ন অনুষ্ঠানে এসব সাংবাদিকদের উপস্থিত থাকতে দেখা যায়। গত ২১ মার্চ মহাদেবপুর উপজেলা সদরের রোকেয়া কমিউনিটি সেন্টারে উপজেলা কৃষক দলের উদ্যোগে পেশাজীবীদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিল শেষে কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল ওই দুই সাংবাদিকসহ আওয়ামী লীগপস্থি অন্য ৭ সাংবাদিকের সাথে একান্ত আলাপচারিতায় মিলিত হন। এই বৈঠকের ছবি মোবাইলে মোবাইলে ছড়িয়ে পড়লে জাতীয়তাবাদী সমমনাদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত স্পষ্ট ও কঠোর ভাষায় প্রকাশ্যে বা গোপনে সৈরাচারের দোসরদের পুনর্বাসন না করার নির্দেশ দিচ্ছেন। সে নির্দেশকে উপেক্ষা করে মহাদেবপুরে তাদের পুনর্বাসন করা হচ্ছে।
banner close
banner close