বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

সাভারে চলন্ত বাসে আবারও ডাকাতি

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৫ ০৭:৪৫

শেয়ার

সাভারে চলন্ত বাসে আবারও ডাকাতি
চলন্ত বাসে ডাকাতি। ছবি: সংগৃহীত

সাভারে আবারও যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্র ও চাকু দিয়ে ভয় দেখিয়ে বাস যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগরগামী লেনে শুভযাত্রা পরিবহনে এ ডাকাতির ঘটনা ঘটে। 

ডাকাতির সময় মোবাইল দিতে না চাওয়ায় এক যাত্রীকে ছুরিকাঘাত করে ডাকাতদলের সদস্যরা।

বিষয়টি দেখে অন্য যাত্রীরা ভয়ে আর প্রতিবাদ করেননি।

পুলিশ ও ভুক্তভোগীরা জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভারের শিমুলতলা এলাকা থেকে ৫ সদস্যের ডাকাতদল শুভযাত্রা পরিবহনের বাসে ওঠে। বাস ছাড়ার পর একটু সামনে গেলেই দেশীয় অস্ত্র ও চাকু ব্যবহার করে যাত্রীদের ভয় দেখিয়ে প্রায় ২০টি মোবাইল ফোন, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় তারা।

একপর্যায়ে গাড়িটির ড্রাইভার ভিতরের লাইট বন্ধ করে দিলে সবাই আতঙ্কিত পড়েন।

পরে বাসযাত্রীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে স্থানীয়দের সহায়তায় বাসের চালক ও সহকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ভুক্তভোগী বাসযাত্রীরা জানান, সাভারের সিআরপি এলাকার ফুট ওভারব্রিজের নিচ থেকে গাড়িতে উঠেই যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে ডাকাতরা। পরে ছুরি দিয়ে ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও টিভিসহ মূল্যবান মালামাল লুট করে সিএন্ডবি এলাকায় নেমে যায় তারা।

আশুলিয়ার বলিভদ্র এলাকার ভুক্তভোগী ব্যবসায়ী লিটন বলেন, ‘ডাকাতরা পাঁচজন দেশীয় অস্ত্র নিয়ে গাড়িতে উঠেই যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে।

আমাকেও ছুরি ধরেছিল, তখন বাসে চিল্লাচিল্লি হওয়ায় তারা সামনের লোকজনের কাছ থেকে মালামাল নিয়েই নেমে যায়। আমি বাসের পেছনে থাকায় কিছুটা রক্ষা পেয়েছি। আমার কাছে অল্প টাকা ছিল। তবে আমার পাশেই একজনের কাছ থেকে ১৫ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে।’

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, ‘শুভযাত্রা পরিবহনের যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনায় বাসচালক ও তার সহকারীকে আটক করে থানায় দিয়েছেন ভুক্তভোগীরা।

 

banner close
banner close