
ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে চুয়াডাঙ্গার জীবননগরে এক ইটভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের কাছে খবর আসে জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের মারুফদহ গ্রামে এসপিএইচ ব্রিকসের মালিক রফিকুল ইসলাম অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় নিয়ে যাচ্ছেন।
এমন তথ্যের ভিত্তিতে জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা সেখানে অভিযানে যান। এসময় ওই তথ্যের প্রমাণ পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এসপিএইচ ব্রিকসের মালিক রফিকুল ইসলাম অনুমতি ছাড়া অবৈধভাবে মাটি কাটার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৫ ধারায় এক লাখ টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, অভিযানে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পেয়েছেন। এই অপরাধে রফিকুল ইসলামকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৫ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, তাকে পুনরায় একই অপরাধ না করার জন্য সতর্কবার্তা করা হয়েছে।
আরও পড়ুন: