বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতার বিরুদ্ধে 'হয়রানিমূলক' মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রতিনিধি,চুয়াডাঙ্গা

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৫ ১৫:৫৯

আপডেট: ২৬ মার্চ, ২০২৫ ১৯:০৬

শেয়ার

চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতার বিরুদ্ধে 'হয়রানিমূলক' মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
ছবি : বাংলা এডিশন
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি তরিকুল ইসলামের বিরুদ্ধে 'হয়রানিমূলক' হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
 
বুধবার দুপুর ১২টার দিকে জেলার জীবননগর বাসস্ট্যান্ডে জীবননগর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৭ মার্চ জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বিল্পব হোসেন ওয়াজের মৃত্যুকে কেন্দ্র করে থানার চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি তরিকুল ইসলামের নামে মামলা হয়েছে। যা পরিকল্পিত মামলা।
 
বিল্পবের মৃত্যু সড়ক দুর্ঘটনায় হয়েছে নাকি বিপ্লবকে হত্যা করা হয়েছে সেটি এখনো জানা যায়নি। তবে একটি মহল জেলা ছাত্রদলের সহসভাপতিকে হয়রানি করতে তার নামে মিথ্যা মামলা দিয়েছে। আমরা জেলা ছাত্রদলের সহসভাপতির নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
 
মানববন্ধনে বক্তারা আরও বলেন, আমরা চাই ঘটনার সুষ্ঠু তদন্ত করা হোক। তদন্তে যদি কেউ দোষী হয় আমরা তার ফাঁসি দাবি করছি। তবে কাউকে যেন হয়রানি না করা হয় এই দাবি জানাচ্ছি। 
 
মানববন্ধনে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মকছেদুর রহমান রিমন, বাঁকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তৌফিক ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ইমরান হোসেন ফরহাদ, সীমান্ত ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি শামিম হোসেন, জীবননগর পৌর ছাত্রদল নেতা আলমাস্ আনানসহ অনেকেই।
 
banner close
banner close