বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
১৯ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ ৫ মাদক পাচারকারী আটক

প্রতিনিধি,কক্সবাজার

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৫ ১৭:৫৮

শেয়ার

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ ৫ মাদক পাচারকারী আটক
ছবি : বাংলা এডিশন
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় যৌথ অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ ৫ জন মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
 
মঙ্গলবার দুপুর ২টায় কোস্ট গার্ড পূর্ব জোনের আওতাধীন বিসিজি আউটপোস্ট শাহপরী ও র‍্যাব-১৫ সিপিসি-১-এর সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।
 
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বাংলা এডিশন কে নিশ্চিত করেছেন যে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করা একটি ইঞ্জিনচালিত কাঠের বোট তল্লাশি করা হয়। এ সময় বোট থেকে ১,০০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং পাচারের সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়।
 
আটক ব্যক্তিরা হলেন: ১. এনায়েত উল্লাহ (৪১), ২. নুর আলম (৩৮), ৩. মোঃ তুহা (২৫), ৪. আজিজুল্লাহ (২২), ৫. আব্দুল হামিদ (২৫)। তাদের সবাই টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।
 
কোস্ট গার্ডের কর্মকর্তা আরও জানান, আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
banner close
banner close