
ছবি : বাংলা এডিশন
দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে চলেছে মৃদু তাপপ্রবাহ। রহমতের মাসে তীব্র গরমে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। প্রচণ্ড রোদ ও গরমের কারণে রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়ছে।
বৃহস্পতিবার দুপুর ৩ টায় চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার জেলার তাপমাত্রা রেকর্ড করেছে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিলো ২৫ শতাংশ।
বুধবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিলো ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সে হিসেবে ২৪ ঘন্টার ব্যাবধানে জেলার তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৩৬ ডিগ্রি থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মৃদু তাপপ্রবাহ বলা হয়। ৩৮ ডিগ্রি থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাঝারি তাপপ্রবাহ এবং ৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪১.৯ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়ে থাকে। সে অনুযায়ী চুয়াডাঙ্গায় মৃদু তাপপ্রবাহ বইছে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান বাংলা এডিশন কে জানান, আগামী ১ সপ্তাহ জেলার তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন: