
মেহেরপুরের মুজিবনগরে সাইফুল শেখ নামের এক পেঁয়াজ চাষি বিষপানে আত্মহত্যা করেছে। পেঁয়াজ চাষে লোকসান হওয়ার কারণে বুধবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে নিজের পেঁয়াজের জমিতে গিয়ে বিষপান করেন তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রিফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। পুলিশ ও নিহতের পরিবার এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সাইফুল শেখ (৫৫) মুজিবনগর উপজেলার ভবেরপাড়া এলাকার মৃত দুলাল শেখের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সাইফুল শেখ পেঁয়াজের আবাদ করেছিল। এবার পেঁয়াজের দাম কম হওয়ায় তিনিও দাম কম পেয়েছে। এতে লোকসান হয়েছে তার। এজন্য সে পেঁয়াজের জমিতে গিয়ে বুধবার বিষপান করে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে। তার মানসিক সমস্যাও ছিল।
নিহত সাইফুল শেখের মেয়ে রফিজা খাতুন বলেন, আমার আব্বার মাথায় একটু সমস্যা ছিল। আমার আব্বা পেঁয়াজ বিক্রি করে লস খাইছে। তারপর মাঠে বিষ পান করেছে। লস খাইয়ি পেঁয়াজের ভুয়ে যাইয়ি বিষ পান করে আব্বা। গতকালকে বিষ পান করছে আর আজকে মারা গেছে।
নিহত চাষির বোন ফাতেমা খাতুন বলেন, আমার ভাই বিষ পান করে আত্মহত্যা করেছে। পেঁয়াজ বিক্রি করে লোকসান হয়েছে। পেঁয়াজ বিক্রি করে বাড়িতে আসে, এরপর মাঠে গিয়ে পেঁয়াজের জমিতেই বিষ পান করে। হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা গেছে।
এ বিষয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আমরা ইনকোয়ারি করে দেখেছি। উনি বিষ পান করে মারা গেছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। পরিবারের অভিযোগ বা সন্দেহ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে ওসি মিজানুর আরও বলেন, লোকজন বলছে, পেঁয়াজের দাম কম, পেঁয়াজ চাষ করে লোকসান হয়েছে, এই কারণে আত্মহত্যা করেছে, এমন জনশ্রুতি আছে। এছাড়াও তার মানসিক সমস্যা ছিল।
আরও পড়ুন: