সোমবার

৩১ মার্চ, ২০২৫
১৭ চৈত্র, ১৪৩১
,

চুয়াডাঙ্গায় ৪ কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

প্রতিনিধি,চুয়াডাঙ্গা

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৫ ২১:৪৩

শেয়ার

চুয়াডাঙ্গায় ৪ কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক
ছবি : বাংলা এডিশন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত থেকে প্রায় চার কোটি টাকা মূল্যের ১৬টি স্বর্ণেরবার ও ১৪টি স্বর্ণের ছোট টুকরাসহ পাচারকারী আফসার আলীকে  আটক করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদস্যরা।
 
বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সুলতানপুর সীমান্ত থেকে স্বর্ণেরবার গুলো উদ্ধার করা হয়। আটক আফসার আলী দর্শনা ঝাঝাডাংগার শহিদুল ইসলাম এর ছেলে।
 
এদিন সন্ধ্যায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান প্রেস ব্রিফিংঙে এ তথ্য জানান। 
 
ব্রিফিং এ লে. কর্নেল নাজমুল হাসান বাংলা এডিশন কে বলেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে সুলতানপুর সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হতে পারে। 
 
এ খবর পেয়ে বিশেষ টহলদল সীমান্ত মেইন পিলার ৭৭/৬-আর থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের ভিতরে ছয়ঘড়িয়া প্রাইমারি স্কুলের কাছে অবস্থান করে। এসময় সন্দেহভাজন একজন ব্যক্তিকে মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যেতে দেখলে তাকে আটক করে তল্লাশি করে। 
 
এসময় তার কোমরে থাকা একটি লাল কাপড়ে ভিতরে লোকানো ৩ কেজি ৬ গ্রাম ওজনের ছোট বড় ১৬টি স্বর্ণের বার এবং ১৪টি স্বর্ণের ছোট টুকরা উদ্ধার করে। উদ্ধারকৃত এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য-৩ কোটি ৭৮ লাখ ১৬ হাজার ২০০ টাকা।
 
তিনি আরও বলেন, উদ্ধারকৃত বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আটকৃতের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
 
banner close
banner close