বুধবার

২ এপ্রিল, ২০২৫
১৮ চৈত্র, ১৪৩১
৪ শাওয়াল, ১৪৪৬

বরিশালে নোঙর করা লঞ্চে আগুন

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৫ ১৯:৪০

শেয়ার

বরিশালে নোঙর করা লঞ্চে আগুন
নোঙর করা লঞ্চে আগুন।

বরিশালে একটি যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এমএল সাইমন-১ নামের লঞ্চটি বরিশাল-পাতারহাট রুটে চলাচল করে। 

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় পাতারহাট বন্দরে ঘাটে বাঁধা অবস্থায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার  রাত ৩টার দিকে লঞ্চটিতে আগুন জ্বলে ওঠে। এ সময় লঞ্চটি তে কোন যাত্রী ছিল না। ঠিক কি কারণে আগুন জ্বলে উঠেছিল  বোঝা যাচ্ছে না। লঞ্চটিতে যদি যাত্রী থাকতো তাহলে অনেক বড় ক্ষয়ক্ষতি হয়ে যেত। 

লঞ্চের মালিক রুহুল আমিন বলেন, শুক্রবার সকাল ৯টার দিকে এমএল সাইমন-১ নামের যাত্রীবাহী লঞ্চটি যাত্রী নিয়ে বরিশালে যাওয়ার কথা ছিল। আগুনে লঞ্চের প্রায় পুরোটাই পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে যতদূর মনে হচ্ছে, এটি শুধু দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়। আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

banner close
banner close