
বরিশাল আদালতের গেটে দুই সাংবাদিককে মারধর ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়িসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার ২৩ আসামির মধ্যে ১৩ জনের নাম উল্লেখ এবং ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৮ মার্চ) বরিশাল কোতোয়ালি মডেল থানায় এ মামলা করেছেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে পেশাগত দায়িত্ব পালনের সময় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ির নেতৃত্বে ১২ থেকে ১৫ জন সাংবাদিক নুরুল আমিন রাসেল ও মনিরুজ্জামানের ওপর হামলা করেন। পাশাপাশি আদালতের প্রধান ফটকেই সাংবাদিকদের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে আদালত প্রাঙ্গণে বেআইনিভাবে প্রবেশ করে হামলা, মারধর ও ক্ষয়ক্ষতি করাসহ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন: