বুধবার

২ এপ্রিল, ২০২৫
১৮ চৈত্র, ১৪৩১
৪ শাওয়াল, ১৪৪৬

নাফনদী থেকে আরাকান আর্মির হাতে আটক ৬ জেলেকে ফেরত এনেছে বিজিবি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৫ ২০:০১

শেয়ার

নাফনদী থেকে আরাকান আর্মির হাতে আটক ৬ জেলেকে ফেরত এনেছে বিজিবি
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ নাফনদী থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক ছয় বাংলাদেশি জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি।

শনিবার দুপুরে ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে ওই ছয় বাংলাদেশি জেলেকে ফেরত আনা হয়।

ফেরত আসা জেলেরা হলেন—সোহেল, ইসমাইল, মো. জসিম, মো. হোসেন আলী, মো. শফিক, মো. সাহিন। এরা সবাই টেকনাফ চৌধুরী পাড়া এলাকার বাসিন্দা।

এর আগে, ১ মার্চ নাফ নদীতে মাছ শিকারের সময় অস্ত্রের মুখে জিম্মি করে এসব জেলেদের ধরে নিয়ে যায় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ফারুক হোসেন খান।

তিনি বলেন, ‘নাফ নদীতে মাছ শিকারের সময় নৌকাসহ ছয় জেলেকে ধরে নিয়ে যায় আরকান আর্মি। পরে তাদের সঙ্গে যোগাযোগ করে ছয় বাংলাদেশি জেলেকে ফেরত আনা হয়েছে।’

banner close
banner close